[Intro]
F C
পৃথিবীর যত সুখ, যত ভালবাসা
Dm BbM7 C7sus4 F
সবই যে তোমায় দেব, একটাই আশা
F Bb C F F7
তুমি ভুলে যেও না আমাকে
F7 C7sus4 F
আমি ভালবাসি তোমাকে।
[Verse]
F Bb
ভাবিনি কখনো, এ হৃদয় রাঙানো
Gm C F
ভালবাসা দেবে তুমি
F Bb
দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু বাড়িয়ে
Gm C F
সুখেতে জড়াব আমি
Bb
সেই সুখেরই ভেলায়
Bb C7sus4
ভেসে স্বপ্ন ডানা মেলব এসে
C7sus4 F
এক পলকে পৌঁছে যাব, রুপকথারই দেশে
F Bb C F F7
তুমি ভুলে যেও না আমাকে
F7 C7sus4 F
আমি ভালবাসি তোমাকে।
[Verse]
F Bb
রয়েছে এখনো এ বুকে লুকানো
Gm C F
রাত জাগা স্বপ্ন ভূমি
F Bb
মেঘেতে দাঁড়িয়ে, আকাশে হারিয়ে
Gm C F
যতনে রেখ গো তুমি
Bb
সেই মেঘেরই আঁচল এনে
C7sus4
আমায় তুমি নাও গো টেনে
C7sus4 F
রং-তুলিতে আঁকব ক্ষণ, রুপ কুমারের দেশে
F Bb C F F7
তুমি ভুলে যেও না আমাকে
F7 C7sus4 F
আমি ভালবাসি তোমাকে।
来源:www.ultimate-guitar.com